
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাভারের আশুলিয়ায় বিজয় র্যালি করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ দুপুরে (৫ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সি, আশুলিয়া যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নাজির উদ্দীন, শাকিল আহমেদ, শ্রমিক দলের রবিউল ইসলাম।
এছাড়াও আশুলিয়া থানা ছাত্রদলের আলহাজ্ব মাদবর, সানোয়ার হোসেন, রাশেদ ভুইয়া, রহমান হোসাইন রকি, তানজীল, নূরুল ইসলাম পলান, জিয়া মঞ্চের রিপন শিকদার, যুবদল নেতা হুমায়ুন কবির ও ইউনিয়ন ছাত্রদলের মিরাজ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর