
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে পৌর এলাকার কলোনী পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে শহরের কলোনী পাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালায়।
এ অভিযানে ৫টি রামদা, ১টি চাপাতি ও ৩টি ফোনসহ দু'জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)। পরে আটককৃতদ্বয়কে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কাজ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. রশিদ আলী বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর