
ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড়যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গেল বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিবাদ সরকার প্রধান শেখ হাসিনা। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিল বের হয়ে গুইমারা বাজার প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ ও ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. ইউচুপ, সাধারন সম্পাদক মাহবুব আলী, সহ-সভাপতি আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ সিনিয়র নেতারা।
এসময় বক্তারা বলেন, 'বিগত সময়ে স্বৈরাচারী সরকার সর্বস্তরের মানুষের কন্ঠরোধ করে রেখেছিল। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে দেশবাসী আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। তাই স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর