
ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মো. মিঠুন (২২) নামের এক বাংলাদেশি যুবককে অপহরণের পর পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। একই সঙ্গে মিঠুনকে নির্যাতনের একটি ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা। অপহৃত মিঠুন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের আব্দুর রউফের ছেলে।
মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, মিঠুন কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে মিঠুনকে মেরে ফেলারও হুমকি দেয় তারা এবং এর কিছুক্ষণ বাদেই মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের একটি ফুটেজও পাঠায় তারা। পরিবারের সদস্যরা জানায়, ভিডিওটিতে মিঠুনকে ভীষণ ভীত দেখাচ্ছিল। অপহরণের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলারই কয়েকজন রয়েছে। তারাও ভারতের কাশ্মীরে কাজ করতে গিয়েছিল বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে। এই ঘটনার পর মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, প্রাথমিকভাবে বিষয়টি সম্পর্কে আমরা জানতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আন্তরাষ্ট্রীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।
সর্বশেষ খবর