
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কক্সবাজারে ব্যক্তিগত সফরে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে এনসিপি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এই শোকজ প্রদান করা হয়। শোকজপ্রাপ্তরা হলেন – এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
পাঁচজনকে পাঠানো শোকজের ভাষা একই রকম। তাতে বলা হয়েছে, "গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন রাজনৈতিক পর্ষদ সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। কিন্তু এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' বা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।"
এর আগে গত মঙ্গলবার ওই পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনার জন্ম দেয়। যদিও তাঁদের দাবি, তাঁরা ঘুরতে কক্সবাজার গিয়েছেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর