
ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা ১ আরোহী ঘটনাস্থলে নিহত হন অপর ২ আরোহীর কে আশঙ্কাজনক অবস্থায হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিক ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় বেনাপোলগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই ১ মোটরসাইকেলের আরোহী নিহত হন অপর ২ আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ নেওয়া হয়েছে।
নিহত ঐ ব্যক্তি হলেন উপজেলার জান্দি এলাকার দেলোয়ার খানের পুত্র বিল্লাল খান (৩৫ )। আহতরা হলেন ফরিদপুরের সদর উপজেলার মমিন খার হাট এলাকার মোঘা মোল্লা ছেলে হাফিজুর (৩০) ও ভাঙ্গা উপজেলার বাসাবড়ী গঙ্গাধরদী এলাকার মকছেদ মাতুব্বর এর ছেলে মাহবুব মাতুব্বর(৩০)।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, বেনাপোলগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই মো বিল্লাল খান নামে একজন নিহত হন। এবং মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহী নিহত হন। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাস চালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর