
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের মোল্লারহাট এলাকায় এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি ও অটোরিকশা চালকেরা। আজ, বুধবার, সকাল ১০টায় এ অবরোধ শুরু হয়। বিক্ষুব্ধ চালকেরা সড়কে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে আটকে পড়া যানবাহন চলাচল শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মোল্লারহাট বাজারের সিএনজিচালক ফারুক দেওয়ানকে একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক তুলে নিয়ে তাঁর মুখে গামছা পেঁচিয়ে বেধড়ক পেটায়, যার ফলে তাঁর হাত-পা ভেঙে যায়। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকেরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে সখিপুর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
সিএনজি ও অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিলন মাদবর বলেন, "যেহেতু আমাদের সখিপুর থানার ওসি এখানে এসেছেন, উচিত বিচার পাব—এই পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।"
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকেরা যে দাবিগুলো করেছেন, তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা (শ্রমিক) মহাসড়ক থেকে সরে যান। এ ছাড়া একজন শ্রমিককে মারধর করার ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর