
ভারতীয় চোরাই পথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জব্দ করেছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট থেকে মালিকবিহীন অবস্থায় চোরাই পণ্য শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫৫ লক্ষ ৪২ হাজার পাঁচশত টাকা।
বুধবার বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিক্স জব্দ করে। জব্দকৃত ৩৩৩ পিস ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৪৮ লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং ১ হাজার ২৯০ পিস কসমেটিক্সের আনুমানিক মূল্য ৭ লক্ষ নয় হাজার পাঁচশত টাকা।
বিজিবি আরও জানায়, অভিযানে জেলার শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিল, বিজিডিও ৩১৫ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ ১০ জন সেনাবাহিনী ও ১৪ জন বিজিবি সদস্যসহ মোট ২৪ জন অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সঙ্গে সঙ্গে নৌপথেও অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর