
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশের অভিযোগে প্রতীকী প্রতিবাদ জানাতে এক মণ দুধ দিয়ে ধুয়ে ফেলা হয়েছে কার্যালয়টি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়।
বুধবার (৬ আগস্ট) রাতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিএনপির স্থানীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একটি অংশ — যারা ইশরাক সিদ্দিকীর ঘনিষ্ঠ বলে পরিচিত — আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে ‘গণঅভ্যুত্থান দিবসের চেতনা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’ বলে দাবি করেন নেতাকর্মীরা।
এই ঘটনার প্রতিবাদে এবং 'ফ্যাসিবাদের দোসরদের' প্রবেশে 'দুষিত' কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এক মণ দুধ দিয়ে পুরো অফিস চত্বর পরিষ্কার করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, “৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ছিল। ওই দিন আমাদের র্যালি ও কর্মসূচি ছিল। কিন্তু বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে, যা দলীয় নীতির পরিপন্থী। এতে পার্টি অফিস কলঙ্কিত হয়। প্রতিবাদস্বরূপ আমরা এক মণ দুধ দিয়ে তা ধুয়ে ফেলি।”
সর্বশেষ খবর