
মৌলভীবাজার জেলার জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফুলতলা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জলিল, মোরশেদ আলম রাজা, উত্তম গোস্বামীসহ ইউনিয়নের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে মুক্তি দেয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। পরে শেলুর গ্রেফতারে ক্ষোভ জানিয়ে মামলার বাদী তারেক মিয়া, তাঁর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন। এসময় তাদেরকে থানা প্রাঙ্গণে প্রতিবাদ করতে দেখা যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর