
নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের একপর্যায়ে কিল ঘুষির আঘাতে মো. ইমান ওরফে বিমান (৪৫) নামের এক ফুল বিক্রেতা মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমান সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
এ ঘটনায় অভিযুক্ত মো. গাউস (৩২) নামে এক ফুল বিক্রেতা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দীঘলদী গ্রামের এমদাদ হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ফুটপাতে বসা নিয়ে তর্কের জেরে একজন ফুল বিক্রেতার ঘুষিতে আরেকজন বিক্রেতা মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
নিহতের এক আত্মীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাজমুল বলেন, আমি আর ইমান ভাই একসঙ্গে পাতা বিক্রি করতাম। প্রতিদিন সকালে পূজার জন্য ফুল ও পাতা বিক্রির জন্য আমরা বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া ফুটপাতে বসতাম। আজ সকালে জায়গা নিয়ে পাশের বিক্রেতা গাউসের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে গাউস কিল-ঘুষি মারতে থাকেন। পরে ইমান ভাই মাটিতে পড়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে ওই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা পূজার জন্য ফুল ও নির্দিষ্ট পাতার খোঁজে আসেন। এ সময় ফুটপাতে অনেক বিক্রেতা ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন।
পুলিশ জানায়, আহত অবস্থায় ইমানকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর