
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণীয় করে রাখতে এবং জুলাই আন্দোলনের স্পিরিট সমাজের সকলের নিকট পৌঁছে দিতে নেত্রকোনার জেলা পরিষদ এক ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে। ২৪-এর জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিকে ছড়িয়ে দিতে সারাদেশে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের পরামর্শে ও জেলা পরিষদের সহযোগিতায় ‘টিম জুলাই’ নামে একটি তরুণ সংগঠনের তিনটি সেরা আইডিয়া গ্রহণ করে সেগুলোর বাস্তবায়ন করা হয়।
এর মধ্যে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার এবং নগদ অর্থ বিতরণ, শহীদদের নামে বৃক্ষরোপণ, এবং ১৭ জন শহীদের নামে ১৭টি রাস্তার নামকরণ উল্লেখযোগ্য। গত ২৮ জুলাই এই কার্যক্রম শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলে।
এ ব্যাপারে নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামের শহীদ মোঃ রমজানের মা মোছাঃ মনোয়ারা বেগম জানান, "১৯ জুলাই আমার ছেলে ঢাকার রামপুরায় শহীদ হয়। সরকার আমার ছেলের নামে রাস্তার নামকরণ করেছে, আমাকে আর্থিক সহযোগিতা করেছে, পাকা ঘর করে দিয়েছে। কিন্তু আমার মন এ ঘরে ঘুমিয়েও শান্তি পাবে না। আমি চাই আমার নিরপরাধ ছেলেকে যারা হত্যা করেছে, এ সরকার যেন তাদের বিচার নিশ্চিত করে। তাহলেই আমার আত্মা শান্তি পাবে।"
জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোঃ কামরুল হুদা জানান, "স্থানীয় সরকার বিভাগের আয়োজনে টিম জুলাইয়ের তরুণ শিক্ষার্থীদের সেরা আইডিয়া হিসেবে আমরা ১৭ জন শহীদের নামে রাস্তার নামকরণ করেছি। বিএডিসির ফার্মে ১৭টি বৃক্ষরোপণ করেছি। আশা করি, আগামী প্রজন্ম জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি ধারণ করে এদেশকে এগিয়ে নিয়ে যাবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর