
নাটোরের সিংড়ায় চুরির অপবাদ দিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকরাম পাশ্ববর্তী পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পাশ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়। কিন্তু সেই গ্রাম্য সালিসে আকরাম উপস্থিত হয়না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগি মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলি নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।
পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর