
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সিনিয়র সাংবাদিক তোফাসানি, এটিএন বাংলার শেখ বাশার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা বলেন,সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম আঘাত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হলেও পেছনের কুশিলবরা এখনো ধরা পড়েনি। তারা অবিলম্বে সকল জড়িতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর