
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে চরফ্যাশন প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সজিব শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, মাইটিভি চরফ্যাশন প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন প্রমুখ।
এসময় সাংবাদিকেরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডা. ইউনূসের কাছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করার দাবিও জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর