
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে এক মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দোকান মালিক বিশ্বনাথ কুণ্ডুর গোডাউনে হঠাৎ আগুন দেখা দেয়। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ওই দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর