
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের ডিপিপি দ্রুত অনুমোদন ও পুর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টাক থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে সংহতি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ ও জামায়াত ইসলামির শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার নেতাকর্মীরা আন্দোলনে সংহতি জানিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল।
অবরোধের ফলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া এই তিনটি গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে প্রায় ১০ কিমি এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। দুই ঘন্টা পর ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। ওই সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়ায় আন্দোলনে স্থগিত করা হয়েছিল। কিন্তু অতি সম্প্রতি একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম এজে›ডা ভুক্ত করা হয়নি।
এ অবস্থায় গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে শিক্ষক-শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন। প্রায় প্রতিদিন মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে প্রতিকী ক্লাস ও নাটক মঞ্চায়নসহ নানা কর্মসুচী পালন করেছে। এরই ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দুরে এসে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করতে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষক-শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৯ বছরে ডিপিপি ৮বার সংশোধন করে জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। এই টুকু বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টির ডিপিপি হুবহু দ্রুতত অনুমোদন ও বাস্তবায়ন করুক সরকার, আজ আমরা সেই দাবিই করছি। এর আগে সকাল ৯ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অবরুদ্ধ হয়ে পড়েন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর