ময়মনসিংহের হালুয়াঘাটে গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ষ্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে পা থেঁতলে শারীরিক ভাবে গুরুতর আহতের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিসহ সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে হালুয়াঘাটে কর্মরত সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো: হাতেম আলী, খালেদ আহমদ শামসুল আলম পনির, বাবুল হোসেন, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী জুলমত, মাহাবুবুর রহমান,মাজহারুল ইসলাম মিশু প্রমুখ।
এছাড়াও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরনের দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর