জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। রবিবার (১০ আগস্ট) উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করেন ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার কাবারিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেরিপটল গ্রামের দুলাল মিয়ার পুত্র নাসির, দুলাল মিয়ার পুত্র রুবেল এবং সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র ছাদ্দামকে আটক করে।
অভিযানে ১৮ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৫টি বাটন মোবাইল ফোন, নগদ ৭৮৯০ টাকা এবং একটি কুড়াল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর