
সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মরহুম আব্দুল মজিদ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর হোসেন আলম, শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, ঢাকা উত্তর মিরপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক হাসিউর রহমান হাসি, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকালে কোরআন খতম, কবর জিয়ারত করা হয়। সবশেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর