
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় এবং অডিটোরিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ মহাসড়কে নবীন শিক্ষার্থীদের বরণ করার দাবি জানায়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকেরা সংহতি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওরিয়েন্টেশন ক্লাস করান এবং নব্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিডি আগামী একনেক সভায় অনুমোদনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
নবীন শিক্ষার্থীরা বলেন, "সত্যিই নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আনন্দের, এই অভিজ্ঞতা বিষাদের। আজ যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকতো, তাহলে আমাদের হয়তো মহাসড়কে ওরিয়েন্টেশন হতো না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে নিজেকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, বর্তমান সরকার দ্রুত আমাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবি মেনে নেবেন।"
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিডি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা আমাদের দাবি জানিয়েছিল যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস রাস্তায় নিতে হবে। আমাদের অডিটোরিয়ামটি এত ছোট যে মাত্র ৬০ জন একসঙ্গে বসতে পারে। আমাদের নতুন শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ফলে আমাদের রাস্তাতেই ওরিয়েন্টেশন করতে হলো। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন ডিপিডি হুবহু এবং দ্রুত অনুমোদনের জন্য সরকারের সুনজর কামনা করছি। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও প্রাণবন্ত ও সহজ হবে।"
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিডি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিডি'র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। সমস্ত শর্ত পূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিডি'র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বারবার পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না, তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর