
কিশোরগঞ্জের ইটনায় বিদ্যালয়ের দোতলা ভবনের ছাদ থেকে পড়ে দেবী রানী দাস (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে ওই ছাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। নিহত দেবী রানী দাস রমানাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে এবং রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহত ছাত্রীর চাচা হিরালাল দাস জানান, ছাদ থেকে নিচে সিঁড়িতে পড়ে দেবী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কিশোরগঞ্জ ও পরে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথে রাত দেড়টায় সে মারা যায়। পরে সকালে তার মরদেহ নিয়ে তারা বাড়িতে আসেন।
এ ব্যাপারে রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস জানান, দেবী রানী দাস দ্বিতীয় শিফটের ছাত্রী। রোববার প্রথম শিফট চলার সময়ে সে বিদ্যালয়ে চলে আসে। তিনি এবং সহকারী শিক্ষক তুলনা শ্রেণিকক্ষে পাঠদান করার সময় বেলা ১১টার দিকে দেবী রানী দাস বিদ্যালয়ের দোতলা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের কোনো অবহেলা ছিল না বলেও দাবি করেন প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস।
ইটনা থানার ওসি জাফর ইকবাল বলেন, বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম বলেন, ঘটনাটি শোনার পর দুপুরে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি সরজমিনে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ঘটনায় দায়িত্বরত শিক্ষকদের কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর