
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে মো. মজিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে তাজউদ্দিন ফারাস সেন্টু নির্বাচিত হয়েছেন। প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সম্মেলনে বিজয়ী সভাপতি মো. মজিবুর রহমান খান ৪২৪ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী তাজেদুল ইসলাম ফারাস সুজাত পেয়েছেন ৪১৭ ভোট। সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন ফারাস সেন্টু ৪৭৮ ভোট পেয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবদুর রাজ্জাক পেয়েছেন ৩৬৩ ভোট।
এর আগে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, "বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেছে নেয়।" তিনি আরও বলেন, "জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন।"
তিনি বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো প্রকার ভুল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।" তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি সোমবার দুপুরে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক। নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে, সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর