
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক র্যালি, আলোচনা সভা, সনদপত্র এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বিশ কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। আত্মকর্মী আহম্মদ আলী, কাজী আশকার দানিয়েল সিপার প্রমুখও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ৯ জনের মধ্যে ৮ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর