
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। প্রথম দিনেই মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
জানা গেছে, ডাকসুতে সহ-সভাপতি পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১ জন এবং ৪ জন সদস্য পদে ফরম সংগ্রহ করেছেন। তবে হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনের হিসাব পাওয়া যায়নি।
বিষয়টি চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নিশ্চিত করেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর