
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বেনাপোল রেলওয়েতে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর ( ৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মালিগ্রাম এলাকায় পৌঁছালে লাইনে থাকা এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ঐ গৃহবধূ হলো, ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামের সহিদুল শেখের এর স্ত্রী রেঞ্জু বেগম (৩৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, আমরা খবর পাই মালিগ্রাম রেলওয়ে লাইনে কাটা পড়ে রেঞ্জু (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর