
গাজীপুর জেলা ও মহানগরের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত জয়দেবপুর থানার রাত্রিকালীন পুলিশ চেকপোস্টের টিন চুরি হয়েছে। গত বুধবার ভোরে চোরচক্র এই টিন নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে বেশ কিছু পোশাক কারখানা থাকায় হাজার হাজার শ্রমিক রাতদিন চলাচল করেন। অতীতে রাস্তায় গাছ ফেলে বেশ কিছু ডাকাতির ঘটনার পর থানা থেকে একটি চেকপোস্ট বসানো হয়। তবে, চেকপোস্ট বসানোর পর প্রথম কিছুদিন পুলিশকে দেখা গেলেও পরে আর তাদের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়নি। এলাকাবাসী মনে করছেন, পুলিশের অবহেলার কারণেই চোরচক্র সুযোগ বুঝে টিনগুলো নিয়ে গেছে। তারা আরও বলেন, যেখানে পুলিশের চেকপোস্টের টিন চুরি হয়ে যায়, সেখানে তাদের জানমালের নিরাপত্তা নেই বললেই চলে।
পোশাক শ্রমিক আল আমিন জানান, এই এলাকাটি ঘন জঙ্গল থাকায় রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, পুলিশ নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি, তাদের নিরাপত্তা কীভাবে দেবে?
ইজিবাইক চালক আসাদুল জানান, এই রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ও গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। পুলিশের চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতি হচ্ছে। তিনি মনে করেন, পুলিশ নিয়মিত রাতে চেকপোস্ট পরিচালনা করলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হতো এবং নিজেদের চেকপোস্টের টিনও রক্ষা করা সম্ভব হতো।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সার্কেল মহোদয়কে নিয়ে এলাকাবাসী এখানে একটি চেকপোস্টের দাবি জানান। পরে থানা পুলিশের অনুমতিক্রমে যুবসমাজকে নিয়ে এই চেকপোস্ট করা হয়। গেল রাতে চেকপোস্টের টিন খুলে নিয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে সদর সার্কেল লিপি রানী সিনহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সর্বশেষ খবর