
রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. আলাউদ্দিন শেখ (৪৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। পরিবারের দাবি, দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক কষ্টে ভুগে তিনি এই পথ বেছে নিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার মধ্যে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে নিজ বাড়ির বারান্দায় রশি দিয়ে ফাঁস দেন আলাউদ্দিন শেখ।
নিহত আলাউদ্দিন শেখ ওই গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মো. আলিফ শেখ নবম শ্রেণিতে পড়াশোনা করছে এবং পরিবারের দোকান পরিচালনা করে। মেয়ে টুম্মা আক্তারের বিয়ে হয়েছে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, আলাউদ্দিন শেখ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন। এক বছর আগে তিনি স্ট্রোক করলে শরীরের এক পাশ অবশ হয়ে যায়। এছাড়া তিনি ডায়াবেটিস, হার্টের সমস্যা ও চোখের অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি চোখের অপারেশন করলেও দৃষ্টিশক্তি ফেরেনি। এসব শারীরিক জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
কালিকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আনিস সরদার জানান, “আলাউদ্দিন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মানসিক যন্ত্রণা থেকেই হয়তো তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর