
ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেছেন, "সব পুলিশ ভালো নয়, যা আপনারা ৫ আগস্ট দেখেছেন।" তিনি এই মন্তব্য করেন ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে।
বুধবার বিকেলে ভাঙ্গা থানা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাদের পরামর্শ গ্রহণ করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার মো. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল। এছাড়াও বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভাঙ্গা থানার গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর