
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জুয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
এ গুচ্ছগ্রামের সরকারি ঘরে মৃত ফজর আলীর নামে বরাদ্ধকৃত ঘরে প্রতিদিন সকাল সন্ধ্যা চলে রমরমা জুয়া। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে এসে মাদক গ্রহণ ও নারী নিয়ে এসে অসামাজিক কাজে লিপ্ত থাকেন। এসকল কাজের নেতৃত্ব দেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী হাজেরা খাতুন (৪০)।
স্থানীয়দের অভিযোগ তারা এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার পাননি। সম্প্রতি ঐ এলাকার কিছু যুবক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোষ্ট করেন। যা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, একদল জুয়ারো তার ঘরে বসে জুয়া খেলছেন, পাশাপাশি নেশাজাতীয় দ্রব্য পান করছেন।এলাকার যুবকরা তার ঘরে গেলে তাদের দেখে পেছনের দরজা নিয়ে জুয়ারোরা পালিয়ে যান। এ সময় তার ঘর থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দিনরাত তার ঘরে জুয়া, মদ ও বিভিন্ন এলাকার নারীদের অবাদ জাতায়াত ছিল। শুধু তাই নয় স্বামী মরার পর থেকে হাজেরা এ সব কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয়রা তাকে কিছু বলতে গেলেই সে মামলার ভয় দেখায়। ফলে সবকিছু জেনেও কারো কিছু বলার সাহস ছিল না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, সরকারি ঘরে অনৈতিক কাজ করা যাবে না, তাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে ঘরটা ছেড়ে দেওয়ার জন্য।
সর্বশেষ খবর