
অপো এর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ১৯,৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যের এই ডিভাইসটি সারাদেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে।
এতে রয়েছে- আইপি৬৫ রেটিং, ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জ।
ফোনটিতে আছে- ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা এবং ১০০০ নিট আলট্রা-ব্রাইট ডিসপ্লে।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমাদের ক্রেতারা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পান। অপো এ৫-এর মাধ্যমে, বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, পারফরম্যান্স বা মানের সাথে কোনোপ্রকার আপস করা ছাড়াই।”
মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর