
বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িকতা ক্যান্সারের মতো কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ও ধর্মপরায়ণতা একটি জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছাড়লে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।
শুক্রবার (১৫ আগস্ট) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গাজীপুরে সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যেসব সাংবাদিক হত্যায় জড়িত, তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগামী দিনেও যেকোনো অপরাধ ও মব-এর বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরণ করছি।
এর আগে তিনি শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। আশা করি, ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাবো।
মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষ আমার কাছে সমান। আপনারাও আপনাদের এলাকার আপনাদের ধর্মের মানুষদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রী কলিঙ্গ রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী অদ্বৈত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শ্রী মনোলাল রায়, সহসভাপতি শ্রী রতন গাঙ্গুলি, সহসভাপতি শ্রী মনিন্দ্র রায়, সহসভাপতি শ্রী অশোক রঞ্জন তালুকদার, শ্রী নব কৃষ্ণ রায়, শ্রী সুভাষ পুরকায়স্থ, শ্রী দেবরাজ দেবল, শ্রী সুধাংশু কুমার দে, শ্রী সজীব বণিক, শ্রী রণজিৎ সূত্রধর, শ্রী সুরঞ্জিত চৌধুরী ট্রপ্পা, শ্রী কেশব রঞ্জন দেব, শ্রী বিভাস দে, শ্রী গণেশ তালুকদার, শ্রী গৌরাঙ্গ দেবনাথ, শ্রী রাজন তালুকদার, শ্রী রমেন্দ্র দাশ রানু, শ্রী রঞ্জু পাল, শ্রী মাধব রায়, শ্রী নিপু তালুকদার, শ্রী দীপঙ্কর বণিক সুজিত, শ্রী শেখর রায়, শ্রী কবিন্দ্র দাশ, শ্রী কিংকর ঘোষ চৌধুরী, শ্রী নিতাই রায়, শ্রী সুনীল রায়, শ্রী মোহন লাল রায় সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর