
নেত্রকোণায় বিএডিসি (সেচ)-এর পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে নিহত তিন শ্রমিককে জেলা প্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭০ হাজার টাকা এবং আহত তিনজনকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে গতকালই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসন নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান, বিএডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) পঙ্কজ কর্মকার, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান প্রমুখ।
উল্লেখ্য যে, গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের নাগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)। আহত তিন জন হলেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া। তাদের বাড়ি নেত্রকোণার বিভিন্ন স্থানে।
জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর