
রৌমারী থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান, পিতা: মো. করিম বক্স, গ্রাম: খামার নাকিলা, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর