
নাটোরের সিংড়ায় ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখা আয়োজনে খাবার ও লিফলেট বিতরণ করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা রিকশাচালক, দিনমজুর এবং সাধারণ পথচারীদের মাঝে খাবার, পানি ও শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, সেক্রেটারি আল আমিন, কলেজ সভাপতি মাহমুদ হাসান, এবং সেক্রেটারি হাসিবুল ইসলাম আবির। এছাড়াও ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরাও এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর