
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে এক হতদরিদ্রদের বসতঘর। এসময় বসতঘরের পাশে থাকা গোয়াল ঘর ও ২ টি ছাগল ভস্মীভূত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া এলাকার মৃত শেখ সাহেব আলীর পুত্র শেখ জমির আলীর বসতঘর।
স্থানীয় সূত্রে জানাযায়, হঠাৎই রাত সাড়ে ১২ টার সময় শেখ জমির আলীর গোয়াল ঘরে ২ ছাগল পালন করত। সেই ঘরে আগুন লাগে। পাটকাঠির বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং বসতঘরে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো ঘর।। তারা ধারনা করছেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।
এই বিষয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, আমাদের এলাকায় হতদরিদ্র শেখ জমির আলীর ঘর আগুন লেগে পুরে গেছে। এতোটাই অসহায় লোকটা যে মাথা গোজার ঠাই রইলো না।
এই বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর