
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা কংশোর মতো দেশে এসে মানুষকে হত্যা করে দেশ শাসন করেছে। মাত্র পনের দিনে দেশে ১৫শ মানুষকে হত্যা করেছে। যেখানে শিশু এবং হিন্দুও বাদ যায়নি।
কংশো যেমন একটি দেশকে উড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি শেখ হাসনিা একটি দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টোমী উপলক্ষ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্ম ভিন্নভিন্ন হলেও সৎ উপার্জন, সৎ কর্ম ও ভাল মানুষ হওয়ার কথা প্রত্যেক ধর্মেই উল্লেখ রয়েছে। আমরা সেটা মেনে চলতে পারি। আমাদের সবার সাথে সৌহাদ্যপুর্ন সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামীলীগের শামসনামলে সব শেষ হয়ে গেছে। রাজনীতিকে সমাজ ও ধর্মের বাহিরে রেখে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহান জানান তিনি।
এসময়বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টোমীউপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সব শ্রেনী পেশারনারী-পুরুষ ও শিশুরাও অংশ নেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর