
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মান ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্নাঙ্গ বাস্তবায়নে দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী একাডেমী ভবন -৩ এ গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
একই দাবিতে প্রতিকি গণ অনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও বুড়ি পোতাজিয়া গ্রামবাসিরা দুপুর ২ টার সময় শেষ করলেও শিক্ষার্থীরা এখনো রয়েছে গণ অনশনে।
সর্বশেষ ৫ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টীম প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।
সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন আমরা সকাল ১১ টা থেকে গণ অনশন শুরু করেছি, আমরা ইতিমধ্যে আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আগামীকালের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই।
শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, বুড়ি পোতাজিয়া বাসী এনসিপি'র নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর