
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের একমাত্র ছেলে।
পূর্ব হাচিনসনপুর সমাজের সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, "আমরা একসাথে মাগরিবের নামাজ পড়েছি। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হলে শরীফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটি অত্যন্ত ভদ্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, “আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের কিছুটা সামনে ছিলাম, সে পিছনে ছিল। হঠাৎ বজ্রপাত হয়। পিছনে ফিরে দেখি ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। তাৎক্ষণিক তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।' পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা।যাচ্ছেন বাবা-মা।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া বলেন, “শরীফুল ইসলাম নামে এক যুবককে হাসাপাতালে আনা হলে তার ইসিজি এবং সকল চেকআপ করে দেখা গেছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।'
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, 'দীঘিনালায় বজ্রপাতে এক যুবক মারা গেছেন। আমরা প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর