
গোপালগঞ্জের মুকসুদপুরে এক যুগের দাম্পত্যজীবনের শেষে স্বামী সাইফুল ইসলাম (৪৫) নতুন জীবনের শুরু উদ্যাপন করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে তিনি ছেলেকে নিয়ে দুধে গোসল করে মুক্তির আনন্দ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ২০১৪ সালে রোজিনা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ বছরের সংসারে তিক্ততা ও কলহ বাড়তে থাকায় শুক্রবার (১৫ আগস্ট) আপস মীমাংসার মাধ্যমে দাম্পত্যজীবনের অবসান হয়।
সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্ত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে পরিবারসহ তিনি কঠিন সময়ের মধ্যে জীবন যাপন করেছিলেন। গত ৩১ জুলাই ঘটনার পর উভয় পক্ষ মুকসুদপুর থানায় অভিযোগ দেন। পরবর্তীতে থানার তদারকিতে দুই পক্ষ সমঝোতায় পৌঁছান এবং ৫ লাখ ৫০ হাজার টাকায় ছাড়াছাড়ি সম্পন্ন হয়।
স্থানীয়দের মধ্যে এ ধরনের প্রকাশ্যে উদ্যাপন চমক তৈরি করেছে। তবে বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান ইবাদত মাতুব্বর বলেন, “স্বামী-স্ত্রীর কলহ প্রকাশ্যে এভাবে প্রদর্শন করা দুঃখজনক। আমরা এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করি না।”
মুকসুদপুর থানার এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, আপস মীমাংসার কাগজ থানায় জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি এখনো যাচাই প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর