
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন চলছে। আগ্রহী ভর্তিচ্ছুরা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
জানা গেছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক এবং ডিগ্রিসহ ফরাসি ভাষায় ডিপ্লোমা বা DELF B1 থাকলে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে প্রোফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন। এর পাশাপাশি শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ২ দশমিক ৫ থাকতে হবে এবং ফরাসি ভাষায় অন্যূন ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
*ভর্তি পদ্ধতি: *আগ্রহী ভর্তিচ্ছুদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আজ রোববার (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১০১ নং কক্ষে ৩ হাজার টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সার্টিফিকেট এবং মার্কশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রফেশনাল মাস্টার্সে ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার প্রোগ্রামে ভর্তিচ্ছুদের বসতে হবে ভর্তি পরীক্ষায়। আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
*ক্লাসের সময়: *সপ্তাহে শুক্র ও শনিবার এবং অন্যান্য দিনে সান্ধ্যকালীন সময়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল মাস্টার্সের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, সকল আবেদনকারীদের অবশ্যই ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। নিবার্চনের সময় তাদের ফরাসি ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতার উপর পরীক্ষা থাকবে। আগ্রহী ভর্তিচ্ছুরা যেকোন প্রয়োজনে অফিস সময়ে +88029661920-73 Ext. 8521, +8801550-720869 নম্বরে যোগাযোগ করতে পরবেন। এছাড়া, আবেদনকারীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি (https://du.ac.bd, htt ps://iml. du.ac.bd) ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর