
ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার তুজারপুর চারলদিয়া বিলের ভিতরে লাশের পঁচা-দূর্ঘন্ধ ছড়িয়ে পরলে স্থানীয়রা টের পায়। অনেক খোঁজাখুজির করা পর এক পর্যায়ে বিলের মধ্যে একটি পুকুরের ভিতর লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুজারপুর ইউনিয়নের চারালদিয়া এলাকায় এক যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের একটি পুকুরের একটি লোহার খুঁটির সাথে ডুবিয়ে রাখা হয়। কিন্তু পানির নিচ থেকে লাশ ফুলে পচে গিয়ে উপরে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।
প্রসঙ্গত সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান (২৭) নিখোঁজ হন। উদ্ধার হওয়া মৃত দেহটি তাদের বলে দাবি করছে পরিবার ও স্বজনরা তবে এখনো শনাক্ত কারার চেষ্টা চলছে।
নিহত রেদোয়ান গাজীপুরের একটি বেসরকারি কলেজে বি.এস.সি. বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট (বুধবার) বিকেল ৫টার দিকে রেদোয়ান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যার নম্বর ৫৪৯।
এদিকে শেখ রেদোয়ানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর