
আজ থেকে বরগুনায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল হক পনু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেজাউল ইসলাম।
জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি হিসেবে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজকে সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২২ আগস্ট বিকেল চারটায় লোকবেতারে একটি টকশো অনুষ্ঠিত হবে।
সর্বশেষ খবর