
বরগুনায় কিশোর গ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিবর্গরা। মোঃ আসাদুজ্জামান স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংদের হামলার শিকার হয়েছিলেন স্কুলছাত্র বায়জিদ।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ (১৪) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ধুপতি নামক স্থানে ৯-১০ জন কিশোর গ্যাং সদস্যের হাতে অবরুদ্ধ হন। তারা এলোপাতাড়িভাবে মারধর করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয়। এতে বায়জিদ গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দশজনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই কিশোর গ্যাংয়ের বিচারের দাবিতে আজ স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধনের ডাক দেয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, কিশোর গ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে চাইছে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। তারা আরও জানায়, যতক্ষণ পর্যন্ত এই সকল কিশোর গ্যাংকে আটক করা না হবে, ততক্ষণ তারা স্কুলে ফিরবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকার গণমানুষ।
সর্বশেষ খবর