রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে সোমবার দুপুরে তুষার শেখ নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত তুষার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখ পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
জানা যায়, সোনাপুর মোড়ে ভুয়া পুলিশের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানার এসআই মো. রিপন মোল্লার কাছে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তুষারের বড় ভাই আয়নাল শেখ পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন। কালুখালী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর