
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে রবিবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হাওলাদারের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোখসানা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী এবং একজন সফল মাছ চাষী। আলোচনা সভা শেষে পোনা উৎপাদনকারী আদম আলী, সফল মৎস্য চাষী শুক্কুর আলী ও আবুল কালামকে পুরস্কার প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর