
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে গরু চোরের আঘাতে খামারি হাজী মহর উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) দুপুরের দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বৃদ্ধের মৃত্যু হয়। সিংগাইর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে ও ৪ সন্তানের জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৭ আগষ্ট) দিনগত রাত আড়াইটার দিকে বেশ কয়েকজন চোর চুরি করতে আসে শেখ মহরউদ্দিনের বাড়িতে। তারা গোয়াল ঘর থেকে গরু নিয়ে বের হওয়ার সময় দেখে ফেলেন মহরউদ্দিন। এসময় চোরদের বাধা দিলে এক চোর মহরউদ্দিনের মাথায় আঘাত করে চারটি গরু নিয়ে চলে যায়।
পরে পরিবারের অন্য সদস্যরা মহরউদ্দিনকে উদ্ধার করে ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ আগষ্ট) দুপুরে মারা যায় মহরউদ্দিন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর