
ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ধারা গরুহাটের সামনে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের অপর একজন যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার কিসমত নড়াইল গ্রামের মৃত শাহেদ আলীর পুত্র মুক্তার উদ্দিন (৫৩)। আহত কড়ইতলী গ্রামের আবু হানিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানিয়েছেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর