
রাজধানীর কারওয়ান বাজারে চলন্ত প্রাইভেটকার থেকে ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকনের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৭ই আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আসাদ খোকন জানান, তিনি রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রাইভেটকারে করে বাংলামোটর থেকে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন। গাড়িটি কারওয়ান বাজারের সিগন্যালে পৌঁছালে তিনি ফেসবুক লাইভ করছিলেন। এসময় এক ছিনতাইকারী দ্রুতগতিতে তার হাত থেকে ফোনটি ছোঁ মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ছিনতাই হওয়া ফোনটি ছিল ‘ইনফিনিক্স হট ৩০’ মডেলের এবং এতে থাকা সিম কার্ডটির নম্বর ছিল ০১৭২২****৩৯। এ ঘটনায় আসাদ খোকন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, "রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে যদি এমন ছিনতাইয়ের শিকার হতে হয়, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?"
তিনি আরও বলেন, "এই মুহূর্তে নতুন আরেকটি মোবাইল ফোন কেনার মতো আর্থিক সক্ষমতা আমার নেই।"
এ ঘটনায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন আসাদ খোকন। তিনি জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। ভোলায় ফিরে গিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
রার/সা.এ
সর্বশেষ খবর