
সাভারে নানা দুর্নীতি-অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেলের বিরুদ্ধে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী দলিল লেখক ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। টানা ২মাস সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ তাদের। তবে এবিষয়ে তদন্তে আসেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাবরেজিস্ট্রারের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিrরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মা,নববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিগগিরই যেন তার অপসারণ হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা।
জানতে এবিষয়ে যোগাযোগ করেও আশুলিয়া সাবরেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে এবিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো.আলমগীর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহবায়ক মো: ইমাম হোসেন, আহ্বায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম,সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন,সাবেক কার্যকরী সদস্য মো:দিলবর হোসেন ও মোল্লা মো.হযরত আলী সহ আরও অনেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর